কেন প্রোফাইল ঘুরে এলেই চলে যাচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট?

তথ্য প্রযুক্তি বিভাগ: বাংলাদেশ, ফিলিপাইন এবং শ্রীলঙ্কার ফেসবুক ব্যবহারকারীরা নতুন সমস্যায় পড়েছেন। অনেকে অভিযোগ করছেন, কারও প্রোফাইলে ঘুরে এলেই স্বয়ংক্রিয়ভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছে। এটি নিঃসন্দেহে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা ও প্রোফাইলের নিয়ন্ত্রণ অধিকারের লঙ্ঘন। বিষয়টি এতটাই ছড়িয়ে পড়েছে যে ফেসবুকে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

বাংলাদেশে একাধিক ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা এ ধরনের সমস্যার মুখে পড়েছেন। একজন ব্যবহারকারী জানিয়েছেন, তিনি হঠাৎ করে তাঁর দুজন সাবেক প্রেমিকের কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েছেন। এমন ঘটনা আরও অনেকের সঙ্গে ঘটেছে।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোশ্যাল মিডিয়ার এ ধরনের নিরাপত্তা ত্রুটিকে ডিজিটাল জগতে ভয়াবহ উদ্বেগের বিষয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ এখানে ব্যক্তিগত গোপনীয়তার সীমা লঙ্ঘিত হচ্ছে এবং কোনো কর্মকাণ্ডের বিষয়ে ব্যবহারকারীর অনুমতি উপেক্ষিত হচ্ছে।

ফেসবুকের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

ইউকে/এএস