রাজশাহীতে পাসের হার ৭৮.৪৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার ৭৮.৪৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে মোট ১১ হাজার ২৫৮ জন শিক্ষার্থী।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ৪০ হাজার ১১৫ জন পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় ৯ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী বেশি। পাশ করেছে ১লাখ ৮ হাজার ৫৮০ জন। এ শিক্ষাবোর্ডে ২০২২ সালে পাশের হার ছিলো ৮১. ৬০ শতাংশ।

ছাত্রদের পাশের হার ৭৩.৫৫ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৩.৯৭ শতাং। ছাত্রদের জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৪৫ এবং ছাত্রীদের জিপিএ-৫ এর সংখ্যা ৫ হাজার ৮১৩ জন। এক বিষয়ে অতৃককার্য শিক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৭৮০ জন। ২০২২ সালে ছিলো ১৭ হাজার৫৭৯ জন। এক বিষয়ে অকৃতকার্যের হার ১৮.২৯ শতাংশ।

শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ৩৭টি যা ২০২২ সালে ছিলো ৩১টি।

ইউকে/এএস